হাড়িয়া কাবাব

হাড়িয়া কাবাব

  • গরুর মাংস পাতলা টুকরা আধা কেজি
  • আদা বাটা 1 চা-চামচ
  • রসুন বাটা আধা চা-চামচ
  • ধনে বাটা আধা চা-চামচ
  • জিরা বাটা আধা চা-চামচ
  • মরিচ গুঁড়ো 1 চা-চামচ
  • পোস্ত দানা 1 চা-চামচ
  • নানা রকম মসলা 1 চা-চামচ
  • লবঙ্গ কয়েকটি
  • গোল মরিচ কয়েকটি
  • টক দই 1 কাপ
  • লবণ পরিমাণমতো
  • বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি 2 কাপ
  • পেঁয়াজ বাটা 1 টেবিল-চামচ
  • গরুর মাংসের মিহি কিমা 1 কাপ
  • আদা বাটা আধা চা-চামচ
  • রসুন বাটা সিকি চামচ
  • কাচা মরিচ কুচি 1 চা-চামচ
  • লবণ পরিমাণমতো
  • মসলা গুঁড়ো 1 চিমটি
  • ঘি 1 চা-চামচ
  • বিস্কুটের গুঁড়ো 1 টেবিল-চামচ

প্রণালি: সবকিছু একসঙ্গে মেখে ছোট ছোট কোপ্তা বানাতে হবে।

মাংস সব মসলা দিয়ে মেখে তার ওপর খ-গ্রুপের কোপ্তাগুলো সাজিয়ে 2 কাপ গরম পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারে রান্না করলে হলে ৬-৭টি হুইসেল দিলে নামাতে হবে।

কড়াইতে আধা কাপ তেল ও 3 টেবিল-চামচ ঘি দিয়ে তাতে 2 কাপ পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিন। এই তেলে 6-7টি শুকনো মরিচ ছেড়ে দিয়ে সেদ্ধ মাংস ঢেলে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিতে হবে। বেরেস্তার সঙ্গে 1 চা-চামচ চিনি দিয়ে গুঁড়ো করে তা মাংসের কড়াইয়ে দিয়ে দিন। পানি শুকিয়ে তেল উঠলে কাবাব নামিয়ে দিয়ে কিশমিশ-বাদাম কুচি ওপরে ছড়িয়ে দিয়ে নামাতে হবে।

কয়েকটা গোলমরিচ ও লবঙ্গ দিতে হবে। ছোট এলাচ-দারুচিনি বেটে দিয়ে নামাতে হবে।

31 thoughts on “হাড়িয়া কাবাব”

  1. রেসিপিটা সত্যিই দারুণ ও সহজ হয়েছে্‌্‌্‌্‌্‌
    এই রেসিপির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  2. হাড়িয়া কাবাব অসাধারণ! মসলা ও গ্রিলের স্বাদ একদম পারফেক্ট। মাংসটি নরম, রসালো, এবং প্রতিটি কামড়ে স্বর্গীয় অনুভূতি! 🌟

  3. রেসিপিটা সত্যিই দারুণ ও সহজ হয়েছে
    এই রেসিপির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top