ভুনা মাংস
উপকরণ:
- গরুর মাংস (হাড়ছাড়া ছোট করে কাটা) ১ কেজি
- পেঁয়াজ মোটা করে কাটা 2-3টি
- আদাবাটা 1 টেবিল-চামচ
- রসুনবাটা 1 চা-চামচ
- মরিচের গুঁড়া 1 চা-চামচ
- হলুদের গুঁড়া আধা চা-চামচ
- ধনে ও জিরার গুঁড়া আধা চা-চামচ
- গরম মসলা (এলাচ-দারচিনি-লবঙ্গ) 2টি করে
- তেজপাতা 2টি
- টক দই 2 টেবিল-চামচ
- সয়াবিন তেল 1 কাপ
- পেঁয়াজ চিকন করে কাটা বা কুচি 2 কাপ
- শুকনা মরিচ ও কালো গোল মরিচ আস্ত 4-5টি
- বারেস্তা 2 টেবিল-চামচ
প্রণালি:
- মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে চিপে নিন.
- পেঁয়াজ চিকন কাটা, শুকনা মরিচ, বেরেস্তা ও বাকি সব উপকরণ অল্প তেল দিয়ে মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন.
- এবার চুলায় ঢাকনা দিয়ে একটি সসপ্যানে মাখানো মাংস বসিয়ে দিন এবং মাঝেমধ্যে নেড়ে দিন। সেদ্ধ হয়ে পানি শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন.
- এবার অন্য একটি ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজকুচি, শুকনা মরিচ, গোলমরিচ ও মাংস দিন। বারবার নাড়াচাড়া করে ভুনতে থাকুন।
- তেল ওপরে উঠলে বেরেস্তা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন.
এটি পোলাও, ভাত, পরোটা, লুচি এমনকি খিচুড়ি দিয়েও খেতে পারেন।
Onek sundor tips …rannar kaje khub e uporkari holam.. thanks
Khub sundor resepe.
Onek vlo EKTA tips shikailen…racipi ta Diya opokar korlen
Interesting
done
ভুনা খাবার খেতে সবসময়ই অনেক ভালো লাগে, তারউপর মাংস এককথায় দারুন রেসিপি
রান্নার প্রতি আমার কিছুটা দুর্বলতা আছে তাই আরো ভালো ভালো রেসিপি সেয়ার করবেন
wonderful income site
Masaallh
একটা লোভনীয় রেসিপি
অনেক সুন্দর খাবার
সাকিব
অসাধারণ রেসিপি
অনেক সুন্দর রেসিপি
Mind blowing video..and thank you so much for the রেসিপি .
This food is very very testy and helfull for body.
ভুনা মাংস আমার খুব ফেভারিট
এতো সহজে এবং সবকিছু পরিমাণ মতো দিয়ে রান্না করার পর খুব সুস্বাদু ছিল।।
ধন্যবাদ আরো চাই এই ধরনের রেসিপি