চাপিলা মাছ ও ডাটার ঝোল এবং মৃগেল মাছ ও ঢেঁড়সের ঝোল

চাপিলা মাছ ও ডাটার ঝোল

উপকরণ

  • চাপিলা মাছ – ৪০০ গ্রাম (আস্ত)
  • ডাটা – ১/২ কেজি (লম্বা করে কাটা)
  • পিঁয়াজ বাটা – ৩ টেবিল চামচ
  • রসুন বাটা – ১/২ চা চামচ
  • আদা বাটা – ১/৩ চা চামচ
  • জিরা বাটা – ১/৩ চা চামচ
  • হলুদ গুড়া- ১/৩ চা চামচ
  • মরিচ গুড়া- 1 চা চামচ
  • লবণ ও তেল পরিমাণমত

পদ্ধতি

* রান্নার পাত্রে মাছসহ সব উপকরণ এক সাথে মাখিয়ে নিন।
• এবার পরিমাণমত পানি যোগ করুন।
• ঢেকে রান্না করুন।
• দু-একবার ডলক দিন।
• পছন্দ মাফিক ঝোল রেখে নামিয়ে নিন।

মৃগেল মাছ ও ঢেঁড়সের ঝোল

উপকরণ

  • বড় মৃগেল মাছ- ৮ টুকরা
  • ঢেঁড়স – ৪০০ গ্রাম (এক টুকরা করা)
  • পিঁয়াজ বাটা – ৩ টেবিল চামচ
  • রসুন বাটা – ১/২ চা চামচ
  • আদা বাট ১/২ চা চামচ
  • জিরা বাটা – ১/২ চা চামচ
  • হলুদ গুড়া- 1/3 চা চামচ
  • মরিচ গুরা- 1 চা চামচ
  • লবণ ও তেল পরিমাণমত

পদ্ধতি

* প্রথমেই সব মসলা ও মাছ কষিয়ে নিন।
• মসলা ছাড়া একটি পাত্রে মাছ গুলো তুলে রেখে, সেই মসলায় ঢেঁড়স যোগ করুন।
• ভালো করে কষিয়ে নিন এবং আগে থেকে কষিয়ে রাখা মাছ ও পরিমাণমত পানি যোগ করুন।
• ঢেকে রান্না করুন.
• পছন্দ মাফিক ঝোল রেখে নামিয়ে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top