খলিশা মাছ ও বেগুনের চচ্চড়ি এবং বড় মাছের শুটকি, ফুলকপি ও পিঁয়াজ পাতার চচ্চড়ি

খলিশা মাছ ও বেগুনের চচ্চড়ি

উপকরণ

  • খলিশা মাছ – ৪০০ গ্রাম
  • লম্বা বেগুন ৩টি (চির করে কাটা)
  • পিঁয়াজ – ৬টি (কুচি করে কাটা)
  • রসুন – ২টা (কুচি করে কাটা)
  • কাঁচা মরিচ- ৭টি (ফালি করে কাটা)
  • হলুদ গুড়া – ১/২ চা চামচ
  • লবণ ও তেল পরিমাণমত

পদ্ধতি

• সব উপকরণ এক সাথে মাখিয়ে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন।

• পানি শুকিয়ে এলে নামিয়ে নিন.

বড় মাছের শুটকি, ফুলকপি ও পিঁয়াজ পাতার চচ্চড়ি

পদ্ধতি

  • শুটকি – ২৫০ গ্রাম
  • ফুলকপি – ১টি (টুকরা করে কাটা)
  • পিঁয়াজ পাতা – ১০০ গ্রাম (টুকরা করে কাটা)
  • পিঁয়াজ – ৬টি (কুচি করে কাটা)
  • পিঁয়াজ বাটা – ১ টেবিল চামচ
  • রসুন- ২টি (কুচি করে কাটা)
  • হলুদ গুড়া- 1/3 চা চামচ
  • মরিচ গুড়া- 1/2 চা চামচ
  • কাঁচা মরিচ – 5টি (চির করে কাটা)
  • লবণ ও তেল পরিমাণমত

পদ্ধতি:

• শুটকি ছোট করে কেটে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন।

• 10 মিনিট পর পরিষ্কার করে ধুয়ে তেলে ভেজে নিন।

• হলুদ গুড়া, মরিচ গুড়া, পিঁয়াজ বাটা, লবণ ও পরিমাণমত পানি দিয়ে কষিয়ে নিন।

• এবার তাতে একে একে পিঁয়াজ কুচি, রসুন কুচি, পিঁয়াজ পাতা, চির করা কাঁচামরিচ, ফুলকপি দিয়ে 10 মিনিট ভেজে নিন। পরিমাণমত পানি দিয়ে ঢেকে

• রান্না করুন।

• পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন.

14 thoughts on “খলিশা মাছ ও বেগুনের চচ্চড়ি এবং বড় মাছের শুটকি, ফুলকপি ও পিঁয়াজ পাতার চচ্চড়ি”

  1. আমার কাছে রান্নার এই পদ্ধতিটি খুবই ভালো লেগেছে, ধন্যবাদ

  2. আমার কাছে রান্নার এই পদ্ধতিটি খুবই ভালো লেগেছে, ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top