খাসির মাংসের কারি
এই খাসির মাংসের কারি রান্না করার পর্যন্ত সহজে এবং দ্রুত সময় ব্যবহার করে আপনি পুরোপুরি খাবার পূরণ করতে পারবেন।
উপকরণ
- খাসির মাংস 1 কেজি
- আদা বাটা 1 টেবিল চামচ
- রসুন বাটা 1 টেবিল চামচ
- হলুদ গুঁড়া 1 চা চামচ
- মরিচ গুঁড়া 1 চা চামচ
- লবণ পরিমাণমতো
- তেল আধা কাপ
- কাঁচা মচির 4-5টি
- গরম মসলা 4-5টি
- পেঁয়াজ বাটা আধা কাপ
প্রস্তুত প্রণালি
1. চুলায় পাত্র গরম হলে তেল দিন। তেল গরম হলে মসলা, পেঁয়াজ বাটা কষিয়ে মাংস দিন। এরপর হলুদ, মরিচ লবণ দিন।
2. 2 থেকে 3 ঘণ্টা রান্না করুন।
3. 4 থেকে 5 কাপ গরম পানি রান্নার সময় ব্যবহার করুন।
4. মাংস মাখা মাখা হয়ে এলে তেলের ওপরে উঠলে নামিয়ে নিন.
Very interesting
Onek mojar akta recipe diyechen tnx
খুব মজাদার একটা রেসিপি,
রেসিপিটা সত্যিই দারুণ ও সহজ হয়েছে
এই রেসিপির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
sxqkvm
nadfwu
khubi mojar akta reciepe
অল্প উপকরণের সত্যিই অসাধারণ একটা খাবার। এরকম উপকরণ দিয়ে আরো রেসিপি চাই।।
842gw7