খাসির মাংসের কারি
এই খাসির মাংসের কারি রান্না করার পর্যন্ত সহজে এবং দ্রুত সময় ব্যবহার করে আপনি পুরোপুরি খাবার পূরণ করতে পারবেন।
উপকরণ
- খাসির মাংস 1 কেজি
- আদা বাটা 1 টেবিল চামচ
- রসুন বাটা 1 টেবিল চামচ
- হলুদ গুঁড়া 1 চা চামচ
- মরিচ গুঁড়া 1 চা চামচ
- লবণ পরিমাণমতো
- তেল আধা কাপ
- কাঁচা মচির 4-5টি
- গরম মসলা 4-5টি
- পেঁয়াজ বাটা আধা কাপ
প্রস্তুত প্রণালি
1. চুলায় পাত্র গরম হলে তেল দিন। তেল গরম হলে মসলা, পেঁয়াজ বাটা কষিয়ে মাংস দিন। এরপর হলুদ, মরিচ লবণ দিন।
2. 2 থেকে 3 ঘণ্টা রান্না করুন।
3. 4 থেকে 5 কাপ গরম পানি রান্নার সময় ব্যবহার করুন।
4. মাংস মাখা মাখা হয়ে এলে তেলের ওপরে উঠলে নামিয়ে নিন.
Very interesting
Onek mojar akta recipe diyechen tnx
খুব মজাদার একটা রেসিপি,