খাসির সাদা মাংস

খাসির সাদা মাংস

এটি একটি সহজ এবং আকর্ষিক খাবারের সঠিক রিপি।

উপকরণ

  • মাংস ৪ কেজি
  • আদা বাটা ৩ টেবিল চামচ
  • রসুন বাটা ৩ টেবিল চামচ
  • গুঁড়া মরিচ ২ চা চামচ
  • তেল ১ কাপ
  • লবণ পরিমাণমতো
  • চিনি 2 টেবিল চামচ
  • টকদই আধা কেজি
  • বাদাম বাটা ৬ টেবিল চামচ
  • পেঁয়াজ বাটা 4 কাপ
  • গোলানো দুধ 1 কাপ
  • কাঁচা মরিচ ১৪-১৫টি
  • এলাচ, দারুচিনি, লং 4টি করে

প্রস্তুত প্রণালি

মাংস ধুয়ে পানি ঝরিয়ে টকদই ও বাটা মসলা দিয়ে মেখে রাখুন। তারপর চুলায় তেল বসান। গরম হলে গরম মসলা দিন। এরপর মাংস ঢেলে দিন। একটু নেড়ে ঢেকে দিন। 5 মিনিট পর বাদাম বাটা দিন। মাংস সিদ্ধ হলে দুধ, চিনি, কাঁচা মরিচ দিয়ে 1 ঘণ্টা দমে রাখুন.

2 thoughts on “খাসির সাদা মাংস”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top