হাঁসের কড়াই মাংস

হাঁসের কড়াই মাংস

  • উপকরণ:
    • হাঁস দেড় কেজি ১টি
    • মটরশুঁটি ১ কাপ
    • টক দই আধা কাপ
    • পেঁয়াজকুচি ১ কাপ
    • পেঁয়াজবাটা সিকি কাপ
    • আদাবাটা ১ টেবিল-চামচ
    • রসুনবাটা ১ টেবিল-চামচ
    • জিরাবাটা 1 চা-চামচ
    • বাদামবাটা 1 টেবিল-চামচ
    • জায়ফল-জয়ত্রীবাটা আধা চা-চামচ
    • গোলমরিচ গুঁড়া 1 চা-চামচ
    • গরম মসলার গুঁড়া 1 চা-চামচ
    • মরিচ টালা গুঁড়া 1 চা-চামচ
    • তেজপাতা 2টি
    • দারচিনি 4 টুকরা
    • এলাচ 4টি
    • লবঙ্গ 6টি
    • তেল পৌনে এক কাপ
    • গরুর কাঁচা দুধ আধা কাপ
    • হলুদগুঁড়া আধা চা-চামচ
    • লবণ পরিমাণমতো
    • টমেটো সস 3 টেবিল-চামচ (জিরা আধা চা-চামচ+যোয়ান আধা চা-চামচ একসঙ্গে টেলে গুঁড়া করা)
    • ঘি 2 টেবিল-চামচ
    • আদাকুচি 2 টেবিল-চামচ

প্রণালি:

  • আধা কাপ তেল গরম করে সব বাটা মসলা কষিয়ে মাংস দিয়ে আবার কষাতে হবে।
  • মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে গেলে নামাতে হবে
  • মসলাদার কড়াই মাংস নোনতা ভাপা পিঠা, ছিটরুটি, নানরুটি, পরোটা ও ভুনা খিচুড়ির সঙ্গে পরিবেশন করা যায়।

3 thoughts on “হাঁসের কড়াই মাংস”

  1. খাবারটা খেতে খুবই সুস্বাদু হবে এভাবে রান্না করলে। ধন্যবাদ এতো সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য ❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top