হাঁসের চাপলি কাবাব
উপকরণ:
- হাঁসের মাংস ছোট করে কাটা দেড় কাপ
- হাঁসের ডিম সেদ্ধ 2টি
- পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
- শুকনা মরিচ ভাজা গুঁড়া 1 চা-চামচ
- গোলমরিচ গুঁড়া 1 চা-চামচ
- জয়ফল-জয়ত্রী গুঁড়া সিকি চা-চামচ
- গরম মসলা গুঁড়া আধা চা-চামচ
- আদাবাটা আধা চা-চামচ
- লেবুর রস 1 টেবিল-চামচ
- লেবুর খোসা কুচি আধা চা-চামচ
- ডার্ক সয়াসস 1 টেবিল-চামচ
- লবণ স্বাদমতো
- টোস্টের গুঁড়া 1 কাপ
- হাঁসের ডিম 1টি
- ঘি 1 টেবিল-চামচ
প্রণালি:
হাঁসের মাংসের কিমা সয়াসস মাখিয়ে 1 ঘণ্টা রাখতে হবে। সেদ্ধ ডিম কুচি করে নিতে হবে। এবার মাংসের কিমার সঙ্গে সব উপকরণ মাখিয়ে গোলাকার চ্যাপ্টা কাবাব তৈরি করে ননস্টিক ফ্রাইপ্যানে ডুবোতেলে ভেজে সস অথবা চাটনির সঙ্গে পরিবেশন করা যায়।