চাপির চাপ

চাপির চাপ

উপকরণ:

  • চাপের মাংস আধা কেজি
  • পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ
  • কাঁচামরিচ বাটা ২ টেবিল চামচ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা 1 চা চামচ
  • লবণ পরিমাণমতো
  • সরিষার তেল 2 টেবিল চামচ
  • গোলমরিচ আধা চা চামচ
  • পেঁপে বাটা (খোসাসহ) 2 টেবিল চামচ
  • বেসন পরিমাণমতো
  • তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি:

  • চাপের মাংস থেঁতলে নিতে হবে। এবার বেসন ও তেল বাদে সব উপকরণ একসঙ্গে মেখে চাপের এপিঠ-ওপিঠ ভালোভাবে লাগিয়ে এক ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। তারপর চাপের দুই পিঠে বেসন লাগিয়ে অল্প তেলে তাওয়ায় বাদামি করে ভেজে পরিবেশন করতে হবে।

110 thoughts on “চাপির চাপ”

    1. চাপির চাপ অনেকের মুখে শুনেছি। কিন্তু এখনো খাইনি। আপনাদের রেসিপি দেখে বাসা বানানোর চেষ্টা করব।
      ইনশাআল্লাহ৷

    2. সব ঘরোয়া টিপস দিয়ে রান্নাটা। চেষ্টা করলে পারা যাবে

  1. রেসিপিটা ভাল মনে হচ্ছে, ট্রাই করে দেখতে হবে। আশা করি ভালই হবে। ধন্যবাদ প্রিয় শেয়ার করার জন্য।

    1. চাপির চাপ অনেকের মুখে শুনেছি। কিন্তু এখনো খাইনি। আপনাদের রেসিপি দেখে বাসা বানানোর চেষ্টা করব।

  2. অসাধারণ খুবই সুস্বাদু মনে হচ্ছে ট্রাই করে দেখতে হবে❤️‍🩹🤗

  3. রেসিপিটা ভালো মনে হচ্ছে সুযোগ পেলে টাই করে দেখতাম। ধন্যবাদ আপনাকে দেখার সুযোগ করে দিয়েছে,,

  4. রেসিপি টা ট্রাই করে দেখব, খুবই টেস্টি মনে হচ্ছে

  5. Md Khairul Islam

    রেসিপি টি দেখে ভালো লাগলো ট্রাই করে দেখতে হবে ধন্যবাদ প্রিয় শেয়ার করার জন্য

  6. অনেক মজার একটি রেসিপি আরো মজার মজার রেসিপি তৈরি করেন স্যার

  7. md morshed islam

    অসাধারণ খুবই সুস্বাদু মনে হচ্ছে ট্রাই করে দেখতে হবে

  8. Md Ashikur Rahman

    আপনার কাছ থেকে শিখতে পারলাম। দেখেই খেতে ইচ্ছা হয়,অনেক সুন্দর।

  9. দেখতে এতো লোভনীয় হয়েছে যে কি বলবো!!!❤️কালার দেখেই বুঝা যাচ্ছে অনেক মজা হবে!!এটা মাস্ট ট্রাই করতে হবে বাসায় বানানোর জন্য🥰

  10. রেসিপিটা দেখে জীবে ভাল পানি চলে আসছে। আশা করি ভালই হবে। ধন্যবাদ প্রিয় শেয়ার করার জন্য।

  11. চাপের মাংসের অসাধারণ রেসিপি দোওয়ার জন্য আপনাকে ধন্যবাদ❤️

  12. চাপির চাপ অনেকের মুখে শুনেছি। কিন্তু এখনো খাইনি। আপনাদের রেসিপি দেখে বাসা বানানোর চেষ্টা করব।

  13. Ami first time amon recipe dheklm. Dekhe onk delicious mone hocce. Aj e try korbo. Aro mojar mojar recipes shear koren❤️.

  14. এই রেসিপি গুলা দেখলে মনে হয় রান্নাবান্না একটা সহজ কাজ,

  15. শরিফুল

    অসাধারণ পোস্ট করেছেন ভাই। আশা করি অনেক মজাদার হবে।

  16. রেসিপি টি দেখে ভালো লাগলো ট্রাই করে দেখতে হবে ধন্যবাদ

  17. রেসিপিটা খুব ভালো। রেসিপিটি অবশ্যই যে দেখবে সেই করবে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

  18. ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য আমি আজকে রান্না করব। ❤️

  19. Md. Ashraful Islam

    রেসিপিটা ভাল মনে হচ্ছে, ট্রাই করে দেখতে হবে। আশা করি ভালই হবে। ধন্যবাদ প্রিয় শেয়ার করার জন্য।

  20. অসংখ্য ধন্যবাদ দারুন একটা রেসিপি! মজাদার হবে 🥰

  21. অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রেসিপি উপহার দেওয়ার জন্য আমি আপনার রেসিপি তাই করছি এবং অসাধারণ স্বাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে রেসিপি উপহার দেওয়ার জন্য

  22. অনেক মজাদার একটি রেসিপি।অবশ্যই রান্না করার চেষ্টা করব।

  23. সত্যি অনেক সুন্দর মাংসের রেসিপি,খাসির মাংসের রেসিপি সব সময় মজাদার।

  24. Saikot Hosen Shakib

    পোস্টের নিয়একবারম মেনে রান্না করেছিলাম। মাশাল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। আপনারাও হলেও এই নিয়ম অনুযায়ী রান্না করে দেখতে পারেন।

  25. রেসিপি টা ভালোই মনে হচ্ছে। একদিন ট্রাই করে দেখবো।

  26. অসংখ্য ধন্যবাদ দারুন একটা রেসিপি এত নিখুঁত ভাবে তুলে ধরার জন্য

  27. দেখেই খাইতে মন চাই,,এতো ভালো ভাবে বোঝায় দেওয়ার জন্য,, আজ আমি বাসায় তৈরি করব,,আপনাকে অনেক ধন্যবাদ।

  28. দেখতে খুবই সুস্বাদু লাগছে আমি বানিয়ে খেয়ে দেখবো

  29. ধন্যবাদ এমন একটি রেসিপি শেয়ার করার জন্য। এটিই খুজছিলাম❤️🥰

  30. এটা একটা অসাধারণ রেসিপি। যা খেলে মুখে স্বাদ লেগে থাকবে

  31. নাম শুনিছি অনেক কিন্ত কোন দিন খাইনি আপনার টিপস শুনে ভালোই হলো ট্রাই করে দেখবো ধন্যবাদ ভাই

  32. রেসিপি টি দেখে ভালো লাগলো ট্রাই করে দেখতে হবে ধন্যবাদ প্রিয় শেয়ার করার জন্য❤️❤️❤️

  33. Md Junayed Islam

    অনেক সুন্দর একটি রেসিপি দিয়েছেন নিয়মিত এমন রেসিপি শিয়ার করবেন প্লীজ

  34. আমি নতুন নতুন রান্না করছি, রান্নার কিছুই জানি না. .এই রেসিপি দেখে আজকে রান্না করেছিলাম. .সবাই অনেক পছন্দ করেছে. ..থ্যাংক you so মাচ….for শেয়ারিং বিউটিফুল রেসিপি উইথ us ❤️

  35. অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওটি সুন্দরভাবে উপস্থাপনের জন্য। এরকম আরও ভিডিও চাই।

  36. অসংখ্য ধন্যবাদ ভিডিও টি সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এরকম আরও ভিডিও চাই।

  37. রান্না শেখার অসাধারণ একটা সাইট আপনাকে ধন্যবাদ

  38. সত্যি রেসিপি টা দারুন ছিল আমি ট্রাই করছিলাম বাসায়

  39. আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য।

  40. রেসিপি টি দেখে ভালো লাগলো ট্রাই করে দেখতে হবে ধন্যবাদ

  41. এই রেসিপি গুলা দেখলে মনে হয় রান্নাবান্না একটা সহজ কাজ, জিবে পানিয়াসার মত

  42. Md.Habibur rahman

    রেসিপিটা ভাল মনে হচ্ছে, চাপ গুলোর নাম অনেকের মুখে শুনেছি। কিন্তু এখনো খাইনি। রেসিপিটা ভাল লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

    1. রেসিপি টা দেখে ভালো মনে হচ্ছে, বাসায় গিয়ে রান্না করতে হবে। ধন্যবাদ এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

  43. অনেক মজার একটি রেসিপি আরো মজার মজার রেসিপি তৈরি করেন..

    অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ারের জন্য 🥰

  44. অসাধারণ খুবই সুস্বাদু মনে হচ্ছে ট্রাই করে দেখতে হবে

  45. পোস্টের নিয়ম মেনে রান্না করেছিলাম। মাশাল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল।

  46. Raihan Chowdhury

    রেসিপিটা ভালো মনে হচ্ছে সুযোগ পেলে টাই করে দেখতাম। ধন্যবাদ আপনাকে দেখার সুযোগ করে দিয়েছে

  47. অসংখ্য ধন্যবাদ দারুন একটা রেসিপি এত নিখুঁত ভাবে তুলে ধরছেন চমৎকার ❤️‍🩹

  48. চাপির চাপ খাবারের নামটা কখনো শুনিনি। আপনাদের রেসিপি দেখে বাসায় বানানোর চেষ্টা করব।
    ইনশাআল্লাহ৷
    ধন্যবাদ ❤️।

  49. আমিও আপনার রেসিপি টা রান্না করতে চাই. খুব tasty রেসিপি

  50. এই post টা দেখে চাপির চাপ কিভাবে রান্না করতে হয় জেনে গেলাম।খুবই উপকার হলো আমার।

  51. Md Khairul Islam

    সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top