চাপির চাপ
উপকরণ:
- চাপের মাংস আধা কেজি
- পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ
- কাঁচামরিচ বাটা ২ টেবিল চামচ
- আদা বাটা ১ টেবিল চামচ
- রসুন বাটা 1 চা চামচ
- লবণ পরিমাণমতো
- সরিষার তেল 2 টেবিল চামচ
- গোলমরিচ আধা চা চামচ
- পেঁপে বাটা (খোসাসহ) 2 টেবিল চামচ
- বেসন পরিমাণমতো
- তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি:
- চাপের মাংস থেঁতলে নিতে হবে। এবার বেসন ও তেল বাদে সব উপকরণ একসঙ্গে মেখে চাপের এপিঠ-ওপিঠ ভালোভাবে লাগিয়ে এক ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। তারপর চাপের দুই পিঠে বেসন লাগিয়ে অল্প তেলে তাওয়ায় বাদামি করে ভেজে পরিবেশন করতে হবে।
Thank you so much tri korbo
রেসিপিটা ভাল মনে হচ্ছে, ট্রাই করে দেখতে হবে। আশা করি ভালই হবে। ধন্যবাদ প্রিয় শেয়ার করার জন্য।
চাপির চাপ অনেকের মুখে শুনেছি। কিন্তু এখনো খাইনি। আপনাদের রেসিপি দেখে বাসা বানানোর চেষ্টা করব।
Important Tips Thaks For sheering
vz4l89
অসাধারণ খুবই সুস্বাদু মনে হচ্ছে ট্রাই করে দেখতে হবে❤️🩹🤗
রেসিপিটা ভালো মনে হচ্ছে সুযোগ পেলে টাই করে দেখতাম। ধন্যবাদ আপনাকে দেখার সুযোগ করে দিয়েছে,,
রেসিপি টা ট্রাই করে দেখব, খুবই টেস্টি মনে হচ্ছে
So yammi recipe,, i will try this recipe
রেসিপি টি দেখে ভালো লাগলো ট্রাই করে দেখতে হবে ধন্যবাদ প্রিয় শেয়ার করার জন্য
Nice 💖
love you bro❤❤
অনেক মজার একটি রেসিপি আরো মজার মজার রেসিপি তৈরি করেন স্যার
So nice, ato sundor recipe shear korar jnno dhonnobad
রেসিপি টা ওনেক ভালো
সত্যিই অনেক সুন্দর রেসিপি অসাধারণ।
Valo vaiya
অসাধারণ খুবই সুস্বাদু মনে হচ্ছে ট্রাই করে দেখতে হবে
Very nice recipe.Thanks
আপনার কাছ থেকে শিখতে পারলাম। দেখেই খেতে ইচ্ছা হয়,অনেক সুন্দর।
দেখতে এতো লোভনীয় হয়েছে যে কি বলবো!!!❤️কালার দেখেই বুঝা যাচ্ছে অনেক মজা হবে!!এটা মাস্ট ট্রাই করতে হবে বাসায় বানানোর জন্য🥰
চাপের মাংস khete sei mojar ami apnara chaile khete paren valo lagbe
এই রেসিপি গুলা দেখলে মনে হয় রান্নাবান্না একটা সহজ কাজ,